নেটফ্লিক্সে কার্তিকের ‘ধামাকা’!

Mysepik Webdesk: বলিউডে নিজের জায়গাটা বেশ শক্তপোক্ত করে ফেলেছেন কার্তিক আরিয়ান। চলতি বছরের বহুল প্রতীক্ষিত এবং আলোচিত ছবি পরীক্ষামূলকভাবে মুক্তি পেতে চলেছে জুন মাসে। এই ছবিটি কোরিয়ান ছবি ‘টেরোর লাভ’ -এর আদলে তৈরি করা হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন রাম মাধবানী।
আরও পড়ুন: সমস্ত সম্পর্ক বন্ধ করছেন আমির!

করোনা শঙ্কা কাটিয়ে এ বছরই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। তবে সুখবর হল, অনলাইন স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সে ‘ধামাকা’ মুক্তি পাচ্ছে। ইতিমধ্যে ৮৫ কোটিতে ছবিতে নেটফ্লিক্সে বিক্রি করা হয়েছে।
আরও পড়ুন: নাথুরাম গডসেকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার কঙ্গনা রানাওয়াত

গত ডিসেম্বরে শুটিং শুরু করার মাত্র দশদিনের মধ্যে শুটিংয়ের সব কাজ শেষ করার রেকর্ড করেন কার্তিক আরিয়ান। এই ছবিটি শুটিংয়ের জন্য পরিচালক মাধবনি ও রনি স্ক্রুভালা মুম্বইয়ের পুয়ায়িতে পুরো একটি হোটেল ভাড়া করেছিলেন।
প্রসঙ্গত, ধামাকা ছাড়াও কার্তিক আরিয়ানকে কলিন ডি’চুনহার পরিচালিত দস্তানা-২ এবং আনিস বাজমি পরিচালিত ভুল ভুলাইয়া-২ ছবিতে অভিনয় করতে দেখা যাবে। দস্তানা-২ ছবিতে আরিয়ানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে জাহ্নবি কাপুরকে। আর ভুল ভুলাইয়া-২ ছবিতে অভিনয় করবেন কিয়ারা আদভানি।