Mysepik Webdesk: করিনা কাপুর, সোনম কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া বিয়ের পর নিজেদের পদবি পরিবর্তন করেছেন। করিনা কাপুর বিয়ের পর হয়েছেন করিনা কাপুর খান। সোনম কাপুর হয়েছেন সোনম কে আহুজা, প্রিয়াঙ্কা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোন্স। এবার সেই ট্রেন্ডই বজায় রাখতে চলেছেন ক্যাটরিনা কাইফও। সম্ভবত সেই ট্রেন্ড ধরে তিনিও হতে চলেছেন ক্যাটরিনা কাইফ কৌশল। সামনেই অভিনেত্রীর নতুন ছবি রিলিজ করতে চলেছে। টাইগার ৩ -তে তিনি সলমন খানের বিপরীতে থাকছেন। নামের পরিবর্তন নাকি এই ছবি দিয়ে হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: আজই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারকা জুটি রাজকুমার-পত্রলেখা
প্রায় দু’বছর ধরে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সম্পর্কে রয়েছেন ক্যাটরিনা। মিডিয়ার সামনে তিনি একথা সরাসরি স্বীকার না করলেও কোনওদিন অস্বীকারও করেননি। বলিউডের অন্দরে গুঞ্জন, সম্ভবত তাঁরা ডিসেম্বরের শুরুতেই গাঁটছড়া বাঁধতে চলেছেন। বিয়ের তোড়জোড় চলছে পুরোদমে। ইতিমধ্যেই তাঁরা মুম্বইয়ের জুহুতে আটতলায় একটি বিলাসবহুল এপার্টমেন্টও কিনেছেন, যা আপাতত সাজানোর কাজ চলছে। প্রায়ই কাজের ফাঁকে কাজকর্ম তদারকি করতে ক্যাটরিনাকে সেখানে যেতে দেখা যায়। মাঝে মধ্যে ভিকিও যান সেখানে।
আরও পড়ুন: আম আদমি পার্টিতে যোগ দিচ্ছেন সোনু সুদ!
সূত্রের খবর, ডেস্টিনেশন ওয়েডিং করলেও তাঁরা তা দেশের মাটিতেই করবেন। খবর, রাজস্থানের রানথামবোরে ন্যাশনাল পার্ক থেকে মাত্র ৩০ মিনিটেক দূরত্বে সাওয়াই মাধোপুরে একটি বিলাসবহুল রিসোর্টে তাঁদের চার হাত এক হতে চলেছে। ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের অনুষ্ঠান নির্বিঘ্নে সারতে একটি নয়, বরং একাধিক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার উপর দায়িত্ব দেওয়া হয়েছে। ১০ সদস্যের একটি টিম মঙ্গলবারই পৌঁছে গিয়েছে রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে।