করোনা আক্রান্ত খালিদ জামিলকে নেওয়া হল হাসপাতালে

Mysepik Webdesk: এবার করোনা আক্রান্ত হলেন খালেদ জামিল। নর্থ-ইস্ট ইউনাইটেড এফসির সহকারী কোচ খালিদ জামিলকে কোভিড-১৯’এর চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকটি রিপোর্ট অনুসারে, ৪৩ বছর বয়সি এই কোচকে পানাজির উপকণ্ঠে একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
আরও পড়ুন: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক ও ভাষ্যকার কিশোর ভিমানির

জামিল প্রায় এক সপ্তাহ আগে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) আরও সাত খেলোয়াড়ের সঙ্গে কোভিড-১৯’এর জন্য করোনা টেস্ট করেছিলেন। সেখানে তিনি পজিটিভ আসেন।এরপরে তাঁকে আইসোলেশনে স্থানান্তর করা হয়েছিল। সুস্থও হয়ে উঠছিলেন তিনি। তবে গতকাল রাত থেকে তাঁর শ্বাসকষ্ট বাড়ে। এর পরেই তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
বুধবার রাতে আইজল এফসি তাদের প্রাক্তন কোচের আরোগ্য কামনা সুস্থভাবে পুনরুদ্ধার কামনা করেছে।