ডেনমার্ক ওপেনের কোয়ার্টার ফাইনালে কিদাম্বি শ্রীকান্ত

Mysepik webdesk: ডেনমার্ক ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড় কিদাম্বি শ্রীকান্ত। এটি ৭ মাস পর শ্রীকান্তের প্রথম টুর্নামেন্ট। পঞ্চম বাছাই শ্রীকান্ত ২১-১৫, ২১-১৪ ব্যবধানে কানাডার জেসন অ্যান্টনি হো-শুকে পরাজিত করেছিলেন। শ্রীকান্ত মাত্র ৩৩ মিনিটে জেসনকে হারিয়ে দেন। শ্রীকান্ত প্রথমবারের মতো বিশ্বের ৪৯ নম্বর জেসনের বিপক্ষে খেলছিলেন। ২৭ বছর বয়সি শ্রীকান্ত কোয়ার্টার ফাইনালে বিশ্বের দ্বিতীয় নম্বর চাউ তিয়ান চেনের মুখোমুখি হবেন। তাইওয়ানের তিয়েন চেন আয়ারল্যান্ডের নাহাত গুয়েনকে ২১-৮, ২১-১৬ ব্যবধানে পরাজিত করেন।