Mysepik Webdesk: ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি রয়েছে আজ, ১১ ফেব্রুয়ারি। ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে এটি ছিল ভারতের রেকর্ড সংখ্যক ১১তম সিরিজ জয়। তাছাড়াও টিম ইন্ডিয়া ওডিআই ক্রিকেটের ইতিহাসে কোনও একটি দলের বিরুদ্ধে যৌথভাবে সবচেয়ে বেশি দ্বিপাক্ষিক সিরিজ জয়ী দল হয়ে উঠেছে। পাকিস্তান ১৯৯৬ থেকে ২০২১ সালের মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা ১১টি ওয়ানডে সিরিজ জিতেছে।
আরও পড়ুন: ভারতের কাছে ৫ বছর পর হোয়াইটওয়াশ করার সুযোগ, জিতলে নজির গড়বেন রোহিতও
ভারতের এই একপেশে জয়ের ফলে তৃতীয় ওয়ানডে ম্যাচটি কার্যত নিয়মরক্ষার। তবে, এই ম্যাচটি প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির জন্য খুবই বিশেষ হতে চলেছে। কারণ তৃতীয় ওয়ানডেতে রেকর্ড গড়তে পারেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অ্যালান বর্ডারের রেকর্ড নিজের নামে করতে পারেন কিং কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফরম্যাটেই (টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি) দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুযোগ রয়েছে কোহলির সামনে।
আরও পড়ুন: আইপিএলের মেগা নিলামের আগে পিস্তল নিয়ে শ্যুটিংয়ে ব্যস্ত ধোনি, ভাইরাল ভিডিয়ো
ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে ৯২ ম্যাচে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার অ্যালান বর্ডার ৯২ ম্যাচে করেছেন ৩৫৯৮ রান। বিরাট কোহলি তাঁর চেয়ে ২৫ ম্যাচ কম অর্থাৎ ৬৭ ম্যাচে করেছেন ৩৫৮৪ রান। আর মাত্র ১৪ রান করলেই তিনি বর্ডারকে ছাপিয়ে উইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠবেন। তালিকায় প্রথমে রয়েছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬৬ ম্যাচে করেছেন ৪১২০ রান।