মুম্বাই, দিল্লি নয়, বিশ্বের ১০০ বিজ্ঞান শহরের তালিকায় নাম উঠল কলকাতার

Mysepik Webdesk: মুম্বাই, দিল্লিকে ছাপিয়ে গিয়ে এবার বিজ্ঞানের সঙ্গে নাম জুড়ে গেল আমাদের প্রিয় শহর কলকাতার। বিশ্বের সেরা ১০০ টি বিজ্ঞান শহরের তালিকায় উজ্জ্বল হয়ে উঠল তিলোত্তমা কলকাতার নাম। সোমবার নেচার ইনডেক্স র্যাঙ্কিং থেকে প্রকাশিত হয়েছে এই শহরগুলির নামের তালিকা। সাধারণত বিজ্ঞান গবেষণার খাতে খরচ, অধ্যাপনা, পরিকাঠামো এবং বিজ্ঞান প্রতিষ্ঠানগুলির ওপর ভিত্তি করে নির্বাচন করা হয় বিশ্বের সেরা বিজ্ঞান শহরের নাম।
আরও পড়ুন: সরকারি ভাবে প্রকাশিত হল পুজোর গাইড লাইন, থাকছে একাধিক বিধিনিষেধ
গত বছর পর্যন্ত সেই তালিকার ১২১ তম স্থানে ছিল কলকাতার নাম। তবে সেই জায়গা থেকে আরও সামনের দিকে এগিয়ে এসে ৯৯ তম স্থানটি দখল করেছে আমাদের শহর। তথ্যপ্রযুক্তির শহর বেঙ্গালুরু রয়েছে ৯৭ তম স্থানে। তবে মুম্বাই এবং দিল্লি দুই শহরই গত বছরের তুলনায় পিছিয়ে গেছে খানিকটা। মুম্বাই এবং দিল্লি যথাক্রমে ১৩২ এবং ১৬৩ তম স্থানে রয়েছে। তবে পুনে গত বছর ১৬৯ তম স্থানে থাকলেও এবার প্রথম ২০০ জনের মধ্যে স্থান পায়নি। আর শীর্ষ তালিকায় রয়েছে বেজিং, নিউ ইয়র্ক, বস্টন, সান ফ্রানসিস্কোর মতো শহরগুলির নাম। সেরা বিজ্ঞান শহরের সম্মান পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শুভেচ্ছা জানান ভালোবাসার শহর কলকাতাকে।