Mysepik Webdesk: সংক্রমণ রুখতে আরও কড়া ব্যবস্থা নিতে চলেছে কলকাতা পুরসভা। শহরে মোট ১৭টি মাইক্রো কন্টেনমেন্ট পয়েন্ট চিহ্নিত করল পুরসভা। যে সব এলাকায় ৫ জনের বেশি আক্রান্ত রয়েছেন, সেই এলাকাগুলিকে মাইক্রো কন্টেনেমন্ট পয়েন্ট হিসাবে চিহ্নিত করা হল। শুক্রবার কলকাতা করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসে কলকাতা পুরসভা। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুন: কলকাতার আর আহমেদ ডেন্টাল কলেজে করোনা আক্রান্ত ২৭
করোনার দ্বিতীয় ঢেউকে ছাপিয়ে যেতে পারে তৃতীয় ঢেউ, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। গোটা দেশ তথা রাজ্যজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দৈনিক প্রায় ৩৫ থেকে ৩৬ হাজার মানুষ আক্রান্ত হতে পারেন করোনায়। এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতালগুলোকে সতর্ক করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। চিকিৎসার জন্য যাবতীয় পরিকাঠামো তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রোগীর চাপ সামলাতে হাসপাতালগুলোকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।