রানাঘাট পৌরসভার মুখ্য প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন কোশল দেব বন্দ্যোপাধ্যায়

Mysepik Webdesk: নদিয়ার রানাঘাট পুরসভার নতুন মুখ্য প্রশাসকের দায়িত্ব পেলেন কোশলদেব বন্দ্যোপাধ্যায়। পুরসভার মেয়াদ শেষ হয়ে হওয়ার পর থেকেই এই পদটি ফাঁকা পরে ছিল। এতদিন পুরসভা প্রসাশকমন্ডলী দায়িত্ব সামলাচ্ছিলেন।মুখ্য প্রশাসকের দায়িত্বে ছিলেন পার্থসারথি চট্টোপাধ্যায়। প্রসাশক বোর্ডে রয়েছেন কোশল দেব বন্দ্যোপাধ্যায় ছাড়া বিজয় প্রসাদ মল্লিক,পবিত্র কুমার ব্রম্ভ, অসিত দত্ত।
আরও পড়ুন: দেখে নিন বাজেট ২০২১ -এ কী কী পেল বাংলা
গত ২৭ জানুয়ারি হঠাৎ করেই মুখ্য প্রশাসকের পদ থেকে ইস্তফা দেন পার্থসারথি চট্টোপাধ্যায়। ফলে ফাঁকা ছিল এই পদটি। ফলে এলাকার উন্নয়নের কাজে ব্যাঘাত ঘটছিল। সোমবার প্রশাসক বোর্ডের সদস্যরা বসে কোশল দেব বন্দ্যোপাধ্যায়কে নতুন মুখ্য প্রশাসক হিসাবে নির্বাচিত করেন।
আরও পড়ুন: মা উড়ালপুল এ ভয়াবহ দুর্ঘটনা, আহত ১
এদিন যদিও প্রসাশক বোর্ডের মিটিংয়ে হাজির হননি পবিত্র কুমার ব্রম্ভ। দায়িত্ব পাওয়ার পর কোশল দেব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘আমার দায়িত্বভার বাড়ল। রানাঘাটের আরও ভালো উন্নয়নের জন্য আমরা একটা উন্নয়নের রূপরেখা তৈরি করব। প্রসাশক বোর্ডের সকল সদস্যদের সঙ্গে নিয়ে আমি কাজ করবো।’