Latest News

Popular Posts

কোভিড জয় করল মাত্র সাড়ে সাতশো গ্রাম ওজনের সদ্যোজাত

কোভিড জয় করল মাত্র সাড়ে সাতশো গ্রাম ওজনের সদ্যোজাত

Mysepik Webdesk: মাত্র সাড়ে সাতশো গ্রাম ওজনের সদ্যজাতর দেহে কোভিড সংক্রমণ। স্বাভাবিক কারণেই চিন্তায় ছিলেন চিকিৎসকরা। একেই ২৮ সপ্তাহের মাথায় প্রসব, তার ওপর আবার নবজাতকের ফুসফুস-সহ বহু অঙ্গই পরিণত হয়নি। সেই অবস্থায় শ্বাসকষ্ট। রক্তে দ্রুত কমতে থাকে অক্সিজেনের মাত্রা। রীতিমতো ভেন্টিলেশনে রেখে শিশুটিকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। তার মধ্যে আবার সেপসিসের সমস্যা দেখা দেয় শরীরে। কিন্তু কথায় আছে না, ‘রাখে হরি তো মারে কে’। ঠিক এমনটাই ঘটল এই শিশুটির ক্ষেত্রেও। সুস্থ হয়ে উঠে মায়ের সঙ্গে বাড়ি ফিরল সে। রাজ্যে এই প্রথম সবচেয়ে কম বয়সি করোনাজয়ী হিসেবে উঠে এল ওই শিশুটির নাম।

আরও পড়ুন: ১২-১৮ বয়সিদের উপর ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে রাজ্যে

চিকিৎসকরা জানিয়েছেন, গত ১৩ এপ্রিল পার্ক সার্কাসের কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুটির জন্ম হয়। দক্ষিণ ২৪ পরগনার ধূলাহাট আমিরপুরের বধূ সালেহার খাতুন ওই শিশুটির জন্ম দিয়েছিলেন। জন্মের সময় শিশুটির ওজন ছিল মাত্র সাড়ে সাতশো গ্রাম। যেহেতু নির্ধারিত সময়ের আগে জন্ম হয়েছে, সেহেতু ওই শিশুটির শরীরের একাধিক অঙ্গ-প্রত্যঙ্গও সঠিকভাবে তৈরি হয়নি। তার মধ্যেই শরীরে থাবা বসিয়েছে মারণ করোনাভাইরাস। তবে হাল ছাড়েননি চিকিৎসকরাও। শিশুটিকে নিয়মিত পরীক্ষা করে গিয়েছেন তাঁরা। প্রানপন চেষ্টা করে এই অসম্ভবকে সম্ভব করে তুলে এক অনন্য নজির গড়লেন কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

টাটকা খবর বাংলায় পড়তে লগইন করুন www.mysepik.com-এ। পড়ুন, আপডেটেড খবর। প্রতিমুহূর্তে খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। https://www.facebook.com/mysepik

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *