কৃষ্ণনগরে রেলে কাটা পড়ে মৃত্যু

Mysepik Webdesk: রেলে কাটা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে বুধবার নদিয়ার কৃষ্ণনগর ঝিটকীপোতা রেলগেট নিকটবর্তী এলাকায় শিয়ালদা কৃষ্ণনগর রুটের রেল লাইনে। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ওই বৃদ্ধা ঝিটকীপোতা এলাকায় রেললাইনের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: বামপন্থী মহিলা ও যুব সংগঠনের উদ্যোগে ধিক্কার মিছিল বীরভূমে
এদিন দুপুরে লাইন পার হয়ে বাড়ি ফেরার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তার বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের। সংবাদমাধ্যমের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জিআরপির কর্মরত পুলিশকর্মীরা। মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে জিআরপি।