ফের গ্রেফতার মুম্বই সন্ত্রাসী হামলার মূল হোতা লাখভি

Mysepik Webdesk: ২০০৮ সালের মুম্বই সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী এবং লস্কর-ই-তৈয়েবার নেতা জাকিউর রহমান লাখভিকে শনিবার পাকিস্তানে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অর্থ ব্যয়ের অভিযোগে লাখভিকে গ্রেপ্তার করা হয়েছে। লাখভি লস্কর-ই-তৈয়বার শীর্ষ কমান্ডার এবং হাফিজ সাঈদের পরে সন্ত্রাসবাদী সংস্থার দ্বিতীয় নম্বর হিসাবে বিবেচিত। ২০০৮ সালের ৭ ডিসেম্বর পাকিস্তান-শাসিত কাশ্মীরের মুজাফফরবাদ থেকে তাকে প্রথম গ্রেফতার করা হয়েছিল। যদিও ভারতের কাছে লাখভিকে তুলে দিতে আপত্তি জানিয়েছিল পাকিস্তান।
আরও পড়ুন: নাইজারে জঙ্গি হামলা, নিহত কমপক্ষে ৭০

২০১৫ সালের ১০ এপ্রিল জামিনে মুক্ত দেওয়া হয় তাকে। ২০১৫ সাল থেকে জামিনে ছিল সে। ফের তাকে পাকিস্তান সন্ত্রাস-বিরোধী বিভাগ (সিটিডি) গ্রেপ্তার করেছে। তবে পাকিস্তান সরকার বা তদন্তকারী সংস্থা লাকভিকে কোথায় গ্রেফতার করেছে এবং তাকে কোথায় রাখা হয়েছে, তা এখনও জানায়নি। পাকিস্তানি কর্মকর্তারা বলেছিলেন যে, সিটিডি পাঞ্জাব এক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানের পরে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়েবা নেতা জাকিউর রহমান লাখভিকেকে গ্রেপ্তার করেছে।