আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচতে লক্ষ্মী বিলাস ব্যাঙ্ক মিলতে চলেছে ডিবিএস ব্যাঙ্কের সঙ্গে

Mysepik Webdesk: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বড়োসড়ো সিদ্ধান্তের ফলে ফের মিলতে চলেছে দুই ব্যাঙ্ক। দীর্ঘদিন ধরে অর্থনৈতিকভাবে ধুঁকতে থাকা ৯৩ বছরের পুরনো লক্ষ্মী বিলাস ব্যাঙ্ক মিলতে চলেছে ডিবিএস ব্যাঙ্কের সঙ্গে। এই কারণে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত ব্যাঙ্কটিকে ‘মোরাটরিয়াম’ রাখার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। এর ফলে ওই ব্যাঙ্কের গ্রাহকরা আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে ২৫ হাজার টাকার বেশি তুলতে পারবেন না বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
আরও পড়ুন: কালাজাদু করতে গিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ, বের করে নেওয়া হল ফুসফুস

জানা গিয়েছে, ডিবিএস ব্যাঙ্ক লক্ষ্মী বিলাস ব্যাঙ্ককে বাঁচিয়ে তুলতে ২৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। গত মাসেই ৯৩ বছরের পুরনো চেন্নাইয়ের এই প্রাইভেট ব্যাঙ্কের রেটিং ক্রেডিট রেটিংস এজেন্সি কমিয়ে দেয় রিজার্ভ ব্যাঙ্ক। টিয়ার ২ স্ল্যাব থেকে নেমে যায় বিবি মাইনাসে। তবে রিজার্ভ ব্যাঙ্কের মতে ব্যাঙ্ক লক্ষ্মী বিলাস ব্যাঙ্কটি ডিবিএস ব্যাঙ্কের সঙ্গে মিলিত হলে অর্থনৈতিকভাবে ব্যাঙ্কটি চালাতে পুঁজির সমস্যা মিটে যাবে।