Mysepik Webdesk: ইতিহাস গড়তে পারলেন না লক্ষ্য সেন। অল ইংল্যান্ড ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে হেরে গেলেন ২০ বছর বয়সি এই ভারতীয় শাটলার। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ী লক্ষ্য ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে আত্মসমর্পণ করলেন। ১০-২১, ১৫-২১ গেমে পরাজয় স্বীকার করেন তিনি।
আরও পড়ুন: স্পিনের জাদুকর শেন ওয়ার্নের শেষকৃত্য হল আজ
জার্মান ওপেনে এই দুই খেলোয়াড়ের মধ্যে শেষ ম্যাচ খেলা হয়েছিল। লক্ষ্য সেই ম্যাচে ভিক্টরকে ২১-১৩, ১২-২১, ২২-২০ ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ভিক্টর। তাঁর সামনে কার্যত নতি স্বীকার করতে বাধ্য হন লক্ষ্য। যদিও তিনি ফিরে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।