এখন বেশিরভাগ তারকাই নিজেদের কাজের খবরাখবর দেওয়ার জন্য কিংবা ভক্তদের সঙ্গে যোগাযোগের জন্য বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যম ব্যবহার করেন। বলিউডের বেশিরভাগ তারকা ইনস্টাগ্রাম ব্যবহার করলেও সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এতদিন এটি ব্যবহার করেননি। সম্প্রতি তিনিও নাম লেখালেন ইনস্টাগ্রামে।
৯০তম জন্মদিন পালনের ঠিক দুইদিন পর লতাজি নাম লেখালেন ইনস্টাগ্রামে। বোন মিনা খাদিকারের হিন্দিতে লেখা ‘দিদি অর মে’ বইটি হাতে লতাজি নিজের ইনস্টাগ্রাম একাউন্টে একটি ছবি শেয়ার করে সেখানে লিখেছেন, ‘নমস্কার, প্রথমবারের মতো আপনাদের সবার সঙ্গে ইনস্টাগ্রামে যুক্ত হলাম’।
লতা মঙ্গেশকরের এই একটি পোস্টের পর পরই ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা পৌঁছেছে ৪৬ হাজারে।
এক ভক্ত লিখেছেন, ‘আপনাকে ইনস্টাগ্রামে দেখে অনেক খুশী লাগছে’। আরেকজন লিখেছেন, ‘ আপনাকে আমরা ভালোবাসি। আপনার জাদুকরী গান আমাদের কাঁদায়, আনন্দ দেয় এবং গর্বিত করে।’