ভারতে লঞ্চ হল ৪৩ ইঞ্চির Daiwa এলইডি টিভি, থাকছে অ্যালেক্সা ভয়েস সাপোর্ট

Mysepik Webdesk: আত্মনির্ভর ভারতকে আরও একধাপ এগিয়ে নিয়ে গিয়ে এবার দেশ টেলিভশন প্রস্তুতকারক সংস্থা Daiwa তাদের নতুন মডেলের এলইডি টিভি লঞ্চ করল। তাদের ৪৩ ইঞ্চির নতুন মডেলের টিভির মডেল নম্বর Daiwa D43QFS। এই টিভিতে রয়েছে ফুল এইচডি ডিসপ্লে, ২০ ওয়াট স্টেরিও স্পিকার-সহ একাধিক ফিচার। আর সবচেয়ে মজার কথা হল এই স্মার্টটিভি মুখের কথাতেই কাজ করে, কারণ এতে রয়েছে অ্যালেক্সা ভয়েস সাপোর্ট।
আরও পড়ুন: পাকিস্তানের দুর্নীতিতে অগ্নিশর্মা ‘বন্ধু’ রাষ্ট্র চিন, বন্ধ হতে পারে চায়না-পাকিস্তান ইকনমিক করিডর

৪৩ ইঞ্চির এই Daiwa D43QFS টিভির ভারতে দাম রাখা হয়েছে ২৪,৪৯০ টাকা। এটি কোম্পানির অনলাইন স্টোর ছাড়াও বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কেনা যাবে। এছাড়াও অফলাইনে বড় বড় রিটেল স্টোরেও টিভিটি কিনতে পারা যাবে। আসুন একনজরে দেখে নেওয়া যাক এই টিভিতে কী কী ফিচার রয়েছে।

১) Daiwa D43QFS স্মার্ট টিভিতে আছে ৪৩ ইঞ্চির ফুল এইচডি (১৯২০ x ১০৮০ পিক্সেল) ডিসপ্লে।
২) কোয়ান্টাম লুমিনিট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই টিভিতে যা উন্নত পিকচার কোয়ালিটির অভিজ্ঞতা দেবে ক্রেতাদের।
৩) ক্রিকেট, সিনেমা-সহ বিভিন্ন মোড রয়েছে এই টিভিতে।
৪) অ্যালেক্সা সাপোর্ট থাকার জন্য ভয়েস কমান্ডার পাশাপাশি স্মার্ট হোম ডিভাইস, যেমন ফ্যান, লাইট, সিসিটিভি প্রভৃতি নিয়ন্ত্রণ করা যাবে।
৫) সারাউন্ড সাউন্ড সহ ২০ ওয়াট স্টেরিও স্পিকার রয়েছে এই টিভিতে।
৬) এতে অ্যান্ড্রয়েড ৮.০ বেসড Big Wall ইন্টারফেস রয়েছে যা নেটফ্লিক্স, হটস্টার, ভুট এর মত অ্যাপ সাপোর্ট করে।
৭) টিভিতে রয়েছে তিনটি এইচডিএমআই পোর্ট, দুটি ইউএসবি পোর্ট।