Mysepik Webdesk: গত মাসে রাহুল দ্রাবিড়কে টিম ইন্ডিয়ার নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে বিসিসিআই। দু’বছর এই দায়িত্ব পালন করবেন দ্রাবিড়। প্রথম থেকেই রবি শাস্ত্রীর উত্তরসূরি হবেন দ্রাবিড়, এমনই খবর ছিল। কিন্তু বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এখন জানিয়েছেন, ভিভিএস লক্ষ্মণও টিম ইন্ডিয়ার কোচ হতে চেয়েছিলেন। কিন্তু কোনও কারণে ব্যাপারটা খাপ খায়নি। তবে, ভিভিএসকে এনসিএ প্রধান করা হয়েছে এবং তাঁর কার্যক্রমও শুরু হয়েছে।
আরও পড়ুন: করোনা আক্রান্ত হলেন নাদাল
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বোরিয়া মজুমদারের শো ‘ব্যাকস্টেজ উইথ বোরিয়া’য় তিনি বলেন, “ভিভিএস লক্ষ্মণ জাতীয় দলের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন, কিন্তু আপাতত তা হয়নি। কোনও এক সময়ে তিনি অবশ্যই ভারতীয় দলের কোচ হওয়ার সুযোগ পাবেন।” সৌরভের এমন কথার পর অনেকেই মনে করতে শুরু করেছেন, রাহুল দ্রাবিড়ের পর টিম ইন্ডিয়ার হেড কোচের ভূমিকায় দেখা যাবে ভিভিএস লক্ষ্মণকে।