এবার না ফেরার দেশে কিংবদন্তি ফুটবলার পাওলো রোসি

Mysepik Webdesk: ২০২০ শেষ হওয়ার আগে আরও একজন খেলোয়াড় দেহত্যাগ করলেন। এবার ইতালির ফুটবলার পাওলো রোসি ৬৪ বছর বয়সে অনন্তলোক যাত্রা করলেন। ১৯৮২ সালে পাওলো রোসি ইতালির ফুটবল বিশ্বকাপ জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ওই বছর পাওলো রোসিকে গোল্ডেন বুট এবং গোল্ডেন বল দেওয়া হয়েছিল। ইতালি ’৮২-র বিশ্বকাপ ফুটবল ফাইনালে পশ্চিম জার্মানিকে ৩-১ গোলে হারিয়েছিল। ম্যাচের ৫৭ মিনিটে পাওলো রোসি গোল করেছিলেন। সেই বিশ্বকাপে একটি হ্যাটট্রিক-সহ ৬টি গোল করে পাওলো রোসি ছিলেন সর্বোচ্চ স্কোরারও।
আরও পড়ুন: কলকাতায় আর্জেন্টিনার কোচ হিসেবে অভিষেক হওয়া আলেজান্দ্রো সাবেয়া প্রয়াত
এর আগে ২৫ নভেম্বর আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড় দিয়েগো মারোদোনাও চলে গিয়েছিলেন না ফেরার দেশে। আজ আবারও এক কিংবদন্তি ফুটবলারের মৃত্যুতে ফুটবল বিশ্বে শোকের মহল। পাওলো রোসি তাঁর সময়ের অন্যতম সেরা ফুটবলার এবং সেরা ফরওয়ার্ড খেলোয়াড় ছিলেন। বৃহস্পতিবার রোসির মৃত্যুসংবাদ ইতালির টিভি চ্যানেল আরআইআই স্পোর্ট প্রকাশ করে। উল্লেখ্য ওই চ্যানেলে রোসি বিশেষজ্ঞ হিসাবে কাজ করছিলেন। রাই স্পোর্ট উপস্থাপক এনরিকো ভারিয়ালে বলেছেন, “অত্যন্ত দুঃখজনক সংবাদ, পাওলো রোসি আমাদের ছেড়ে চলে গেছেন।”
