বিয়ের একমাসও কাটেনি, স্ত্রীর ওপর অত্যাচায়ের অভিযোগে গ্রেফতার পুনম পান্ডের স্বামী স্যাম বোম্বে

Mysepik Webdesk: মডেল এবং অভিনেত্রী পুনম পান্ডের স্বামী পেশায় একজন চলচ্চিত্র পরিচালক স্যাম বোম্বেকে গ্রেফতার করেছে পুলিশ। বিয়ের পর একমাসও কাটে নি, মাত্র ২১ দিনের মাথায় তাঁর মধ্যেই স্বামীর বিরুদ্ধে লাঞ্ছনা, হুমকি ও শ্লীলতাহানির অভিযোগ এনেছেন স্বয়ং পুনম। মঙ্গলবার পুনম পান্ডয়ের স্বামী স্যাম বোম্বেকে গোয়ায় গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: মাঝ রাতে জন্মদিনের কেক কাটলেন অন্তঃসত্ত্বা করিনা
লকডাউন চলাকালীনই পুনম ও স্যাম জুলাই মাসে বাগদান করেন। মাত্র ২১ দিন আগেই পুনম তাঁর দীর্ঘদিনের প্রেমিক স্যাম বোম্বেকে বিয়ে করেন। সেই ছবি পুনম নিজেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন। কয়েকদিন আগেই তাঁরা দুজনে হানিমুনে যান।
আরও পড়ুন: ‘ন্যূনতম যন্ত্রণাতেই কোভিড থেকে সেরে উঠেছি’, জানিয়েছেন ছাইয়াঁ ছাইয়াঁ গার্ল