করোনার টিকা কেনার জন্য কেন্দ্রের কাছ থেকে অনুমতি চেয়ে চিঠি রাজ্যের

Mysepik Webdesk: সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আর নির্বাচনের আগেই রাজ্যবাসীকে বিনামূল্যে টিকাকরণ করতে চায় রাজ্যের স্বাস্থ্যদপ্তর। এবার বেসরকারি সংস্থার কাছ থেকে সেই টিকা কেনার জন্য অনুমতি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি লিখেছেন, যেহেতু রাজ্যে নির্বাচন রয়েছে, তাই সবার আগে রাজ্যের সমস্ত সরকারি কর্মী এবং নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অবিলম্বে টিকা দেওয়া প্রয়োজন।
আরও পড়ুন: স্বাস্থ্যসাথীর রোগী ফেরালেই লাইসেন্স বাতিল

ওই চিঠিতে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, যেহেতু ভোটের দিন অসংখ্য মানুষ বুথে যাবেন, তাই তার আগে বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্যের। তিনি চিঠিতে লিখেছেন, “আমাদের মনে হয় যতটা সম্ভব, তত বেশি সংখ্যক ভোটারকে টিকা দিয়ে দেওয়া সমান গুরুত্বপূর্ণ, যাতে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকলের ঝুঁকি কমে। তিনি ওই চিঠিতে আরও লিখেছেন, “গণ টিকাকরণের কাজ শুরু করার জন্য রাজ্য সরকার বিপুল সংখ্যক ভ্যাকসিন কিনতে চায়। তাই অগ্রাধিকারের ভিত্তিতে যাতে রাজ্য সরকার ভ্যাকসিন কিনতে পারে সেই বিষয়টি দেখার জন্য দৃষ্টি আকর্ষণ করছি।”