স্বাস্থ্যসাথী প্রকল্প না নিলে লাইসেন্স বাতিল! বেসরকারি হাসপাতালগুলির উদ্দেশ্যে হুমকি মমতার

Mysepik Webdesk: বেশ কিছুদিন ধরেই বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ, তারা স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা দিচ্ছে না রোগীর পরিবারকে। শুধু তাই নয়, স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও হাসপাতাল থেকে বিনা চিকিৎসায় ফিরতে হচ্ছে রোগীদের। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে তিনবার বৈঠকের পরেও কোনও সুরাহা হয়নি। হাসপাতালগুলির দাবি, পরিষেবার রেট বাড়াতে হবে। সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকেও কয়েকমাস সময় চাওয়া হয়। কিন্তু এবার বেসরকারি হাসপাতালগুলির উদ্দেশ্যে আরও কড়া হলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার হওয়ার দু’বছর পর জামিন পেলেন শ্রীকান্ত মোহতা

এবার কোনও সাংবাদিক বৈঠক নয়, রানাঘাটের জনসভা থেকেই তিনি রাজ্যের কর্পোরেট হাসপাতালগুলির উদ্দেশ্যে দিলেন কড়া বার্তা। তিনি এ দিন রাজ্য সরকারের প্রকল্পগুলির বিভিন্ন সুবিধাগুলো তুলে ধরে বলেন, “আমরা স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছি সকলের জন্য। কিন্তু শুনতে পাই বেশ কিছু বড় বড় হাসপাতাল বলে, আমরা স্বাস্থ্যসাথী করব না। কিন্তু আমরাও হাল ছাড়ব না, আগেও মিটিং হয়েছে, আবারও হবে। আমরা আবার বলব, এই প্রকল্প তাঁদের গ্রহণ করতেই হবে।” এরপর রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি আরও বলেন, “জেলার ছোট ছোট নার্সিংহোমগুলোকে বলছি, স্বাস্থ্যসাথী প্রকল্প গ্রহণ করুন। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও যদি কোনও নাসিংহোম চিকিৎসা দিতে রাজি না হয়, সরকার কিন্তু তাদের লাইসেন্স বাতিল করার ক্ষমতা রাখে। গরিবকে হয়রান করলে মনে রাখবেন, আমরা যেমন লাইসেন্স দিই, তা কেড়ে নেওয়ারও ক্ষমতা আছে।”