পাঁচ ম্যাচ পর জয়ের মুখ দেখল লিভারপুল

Mysepik Webdesk: পাঁচ ম্যাচ জয় অধরা ছিল লিভারপুল এফসি-র। অবশেষে সেই খরা কাটল। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারকে ৩-১ গোলে হারিয়ে দিয়ে জয়ের স্বাদ পেল অলরেডরা। লিভারপুলের হয়ে গোল করেন রবার্তো ফিরমিনো, আলেক্সান্ডার আর্নল্ড এবং সাদিও মানে। এই জয়ের পরে ইংলিশ প্রিমিয়ার লিগের চতুর্থ নম্বরে উঠে এলো ইংল্যান্ডের এই অভিজাত ফুটবল ক্লাব।
আরও পড়ুন: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে হবে পুলিশি তদন্ত

ফিরমিনো প্রথমার্ধ শেষ হওয়ার সামান্য কিছু সময় আগে দলের পক্ষে প্রথম গোল করে লিভারপুলকে লিড দেন। দ্বিতীয়ার্ধ শুরু হতেই ৪৭ মিনিটে আর্নল্ড স্কোরলাইন ২-০ করেন। যদিও এর ঠিক দুই মিনিট পর টটেনহ্যামের ফুটবলার হবার্জ গোল করে ব্যবধান কমান। যদিও এতে রোখা যায়নি লিভারপুলকে। ৬৫ মিনিটে লিভারপুলের পক্ষে জয়সূচক গোলটি করেন সাদিও মানে।