বেলা গড়াতেই সেই পুরনো চেহারায় লোকাল ট্রেন! ভিড়ের চাপে শিকেয় স্বাস্থ্যবিধি

নদিয়া, ১১ নভেম্বর: ভোর থেকে সকাল, দুপুর গড়িয়ে বিকেল, ক্রমশও অদৃশ্য হয়ে যাচ্ছেন নিয়ম নিয়ন্ত্রকরা। লোকাল ট্রেন পরিষেবায় স্বাস্থ্য বিধি লঙ্ঘিত হচ্ছে ভিড়ের চাপে। থার্মাল স্ক্রীনিং করা ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরাই হোক আর সিআরপিএফ, ভোরের ট্রেন গুলোর যাত্রীর আনুপাতিক হার অনুযায়ী ঠিকঠাক থাকলেও যত বেলা গড়াচ্ছে, ততই ভিড়ের চাপে হারিয়ে যাচ্ছেন তারা। ক্রমশ পুরাতন ছন্দে ফিরছে রেল প্ল্যাটফর্মের চিত্র।
আরও পড়ুন: বাড়ছে মেট্রো রেলের সংখ্যা, এবার ব্যস্ত সময়ে ট্রেন পাওয়া যাবে ৭ মিনিট অন্তর
জেলার নবদ্বীপ কৃষ্ণনগর শান্তিপুর চাকদহ রানাঘাট কল্যাণী স্টেশন থেকে চারজন বসে আসা থ্রি- সিটের মাঝে বসার আসনে নিষেধ সম্বলিত রেল কর্তৃপক্ষের স্টিকার সাঁটা থাকলেও খোশমেজাজের গল্পে এক সঙ্গে বসা সহযাত্রীদের ভিড়ে তা ক্রমশ অদৃশ্য হতে চলেছে। ট্রেন ছাড়ার শেষ মুহূর্তে একহাতে টিকিট এবং মালপত্র ভর্তি ব্যাগ, অন্য হাতে পরিবারের ছোটো সদস্যকে হিড় হিড় করে টানতে টানতে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে ওঠার অপচেষ্টা, সিঁড়ি ব্যবহার না করেই প্ল্যাটফর্ম এর উল্টো দিকে ট্রেন থেকে লাফ দেওয়া কিংবা গেটের সামনে দাঁড়িয়ে হাওয়া খাওয়া, সবটাই ক্রমশ স্পষ্ট হচ্ছে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে।
আরও পড়ুন: চাকা গড়াল লোকাল ট্রেনের: প্রায় যাত্রীশূন্য সকালের দিকের ট্রেনগুলি, সিঁদুরে মেঘ দেখছেন হকাররা