রাজ্যে চালু হতে চলেছে লোকাল ট্রেন! কেন্দ্রের অনুমতি রাজ্যকে

Mysepik Webdesk: কয়েকটি ক্ষেত্র ছাড়া আনলক ৫ পর্যায়ে প্রায় সবকিছুই ধাপে ধাপে খুলে দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত রাজ্যে লোকাল ট্রেন চালু হয়নি। তবে এবার রাজ্যে চালু হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা। এই বিষয়ে ইতিমধ্যেই রাজ্যকে চিঠি দিয়ে জানিয়েছে কেন্দ্র। ওই চিঠিতে জানানো হয়েছে, রাজ্যের সবুজ সঙ্কেত পেলে কেন্দ্রের ট্রেন চালানোর বিষয়ে কোনও অসুবিধা নেই।
আরও পড়ুন: করোনা আবহে দুর্গাপুজো স্থগিত রাখার দাবিতে জনস্বার্থ মামলা হাইকোর্টে
ইতিমধ্যেই পুজোর মরশুমে স্বাস্থ্যবিধি মেনে মেট্রো রেলের মতোই লোকাল ট্রেন চালালোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে বাম-কংগ্রেস। ওই চিঠিতে বিরোধী দলনেতা আবদুল মান্নান এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী দাবি করেছেন, রাজ্যে লোকাল ট্রেন চালানোর বিষয়ে অবিলম্বে কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসুক রাজ্য সরকার। তাঁরা জানান, ইতিমধ্যেই রাজ্যে বাস, অটো, টোটো প্রভৃতি চালু হয়ে গিয়েছে। কিছু ক্ষেত্রে নিত্যযাত্রীরা বেশি ভাড়ার বিনিময়ে ভিড়ে ঠাসাঠাসি হয়েই গন্তব্যে যাচ্ছেন। এই পরিস্থিতিতে এখনও লোকাল ট্রেন বন্ধ থাকায় বহু যাত্রীর মধ্যেই বাড়ছে ক্ষোভ।
আরও পড়ুন: পুজোর মরশুমে বাংলায় ৬৬টি পুজো স্পেশাল ট্রেনের অনুমোদন দিল রেলবোর্ড, দেখে নিন তালিকা
কিন্তু লোকাল ট্রেন পরিষেবা শুরু করার আগে চাই আগাম ব্যবস্থা। কোনও রকম স্বাস্থ্যবিধি ছাড়া লোকাল ট্রেনে ভিড় হলে তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা প্রবল। সেই কারণেই রাজ্যের সঙ্গে আলোচনায় বসে বিধি নিষেধ নিয়ে আলোচনা করলে চায় কেন্দ্র। শুধু তাই নয়, এদিন আরপিএফ একটি নির্দেশিকা প্রকাশ করে জানিয়েছে ট্রেনে চড়ার সময় কী কী নিয়ম কানুন মেনে চলতে হবে। সেই নিয়ম না মানলে জেল জরিমানার সম্ভাবনাও রয়েছে।