মেক্সিকোয় দেখা গেল অক্সিজেনের জন্য লম্বা লাইন

Mysepik Webdesk: মেক্সিকোয়র উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা রোগীর সংখ্যা। হাসপাতালগুলিও ভরে গেছে করোনা আক্রান্তদের ভিড়ে। এমন অবস্থায় করোনা রোগীদের জন্য অক্সিজেন কিনতে তাঁদের আত্মীয়দের বহুক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। এমনই একজন এডদুয়ার্দো মার্টিনেজ। তাঁর মা করোনায় আক্রান্ত। তিনি বলেন, আমরা যেখানে থাকি সেখানে লোকজন বেশ বেপরোয়া। তারা ঠিকমতো মাস্ক পরেন না। উল্লেখ্য যে, এই মার্টিনেজ সম্প্রতি তাঁর দুই প্রতিবেশীকে হারিয়েছেন। এখন তাঁর ৫৫ বছর মায়ের করোনা আক্রান্ত হওয়ার খবরে তিনি যথেষ্ট উদ্বেগে।
আরও পড়ুন: গাগা ও জেলোর কণ্ঠে সুরেলা হোয়াইট হোউস

মেক্সিকো সিটিতে আংশিক লকডাউন চলছে। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে ৯০ লক্ষ অধিবাসীর মেক্সিকো সিটিতে অপ্রয়োজনীয় কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪৭ হাজার। করোনা আক্রান্ত হয়ে প্রাণ গেছে ২৬ হাজারেরও বেশি মানুষের। এহেন পরিস্থিতিতে মেক্সিকোতে অক্সিজেনের চাহিদা বেড়ে চলেছে। বলা যায়, মেক্সিকো সিটির অনেক বাসিন্দাই এই অক্সিজেনের লাইনে দাঁড়িয়ে তা সংগ্রহ করার জন্য নিজেদের স্বাভাবিক জীবন থেকে অনেকটাই দূরে।