‘মনে হচ্ছে আমি এখনও খেলার সুযোগ পেতে পারি’, ফেসবুকে লাল হলুদের পারফরম্যান্সে বিদ্রূপ ডগলাসের

Mysepik Webdesk: সপ্তম আইএসএলে হায়দরাবাদের কাছে ফাওলারের লাল-হলুদ বাহিনী ২-৩ গোলে হেরে যায়। এই হারের ফলে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে এসসি ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলে বিদেশি ডিফেন্ডারের পারফরম্যান্স নিয়ে ফেসবুকে বিদ্রূপ ইস্টবেঙ্গলের প্রাক্তন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ডগলাস সিলভার। ফেসবুক পেজে তাঁর পোস্ট ‘মনে হচ্ছে আমি এখনও খেলার সুযোগ পেতে পারি।’
আরও পড়ুন: প্রকাশিত হল ২০২২ মহিলা বিশ্বকাপের সূচি, ভারতের খেলা ৬ মার্চ

ম্যাচের শেষে এ-দিন রাতে ফেসবুক লাইভে আসেন ডগলাস এবং পরিষ্কার জানান, কোচের নির্বুদ্ধিতা এবং নিম্নমানের বিদেশি ডিফেন্ডারদের জন্য ইস্টবেঙ্গল ম্যাচের পর ম্যাচ হেরে চলেছে। ফাওলারের বোঝা উচিত তাঁর টিম টুর্নামেন্টের সেরা টিমগুলির মধ্যে নয় এবং তিনি প্রস্তুতির তেমন সুযোগ পাননি। তাই এইরকম পরিস্থিতিতে ফাওলারের ওপেন ফুটবল তাঁর টিমের জন্য আত্মঘাতী হয়ে দাঁড়াচ্ছে। ডগলাসের লাইভে চ্যাটবক্সে অনেক ইস্টবেঙ্গল সমর্থক তাঁদের ক্ষোভ উগরে দেন। বোঝাই যাচ্ছে, আপামর লাল হলুদ-প্রেমীর মতো প্রাক্তনী ডগলাস সিলভাও তীব্র মনোকষ্টে ভুগছেন শতবর্ষে দাঁড়ানো আইএসএলে হতাশজনক পারফরম্যান্সে। আজকে ডগলাসের এই প্রতিক্রিয়া তারই প্রতিফলন।
