Mysepik Webdesk: আইপিএলের ৪৫তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৬ রানে হারিয়ে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। দিল্লির সামনে ১৯৬ রানের টার্গেট ছিল। তবে নির্ধারিত ২০ ওভারে ১৮৯ রানে থেমে যায় দিল্লির ইনিংস। ঋষভ পন্থ সর্বোচ্চ স্কোরার। দিল্লি অধিনায়ক আবারও দলের হয়ে ম্যাচ শেষ করতে পারেননি। ৩০ বলে ৪৪ রান করেন তিনি। মহসিন খানের বলে ক্লিন বোল্ড হন তিনি। মিচেল মার্শ ৩৭ রান করেন। লখনউয়ের হয়ে মহসিন খান দুর্দান্ত বোলিং করেছেন। তিনি ৪ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। ওয়ার্নার, পন্থ, পাওয়েল ও শার্দূল ঠাকুরকে আউট করেন মহসিন। চারটি উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন ২৩ বছর বয়সি মহসিন।
আরও পড়ুন: ভারতের নতুন ‘রান মেশিন’ নেহাল ওয়াধেরা: ৫৭৮ রান করে ভাঙলেন ৬৬ বছরের পুরনো রেকর্ড
লখনউয়ের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন ক্যাপ্টেন কেএল রাহুল। ৪টি চার ও ৫টি ছক্কা হাঁকান তিনি। রাহুল ছাড়াও ৫২ রানের ইনিংস খেলেন দীপক হুডা। দিল্লির হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন শার্দূল ঠাকুর। চলতি আইপিএলে কেএল রাহুল দুর্দান্ত ফর্মে রয়েছেন। এই ম্যাচে চলতি আইপিএল মরশুমে দ্বিতীয় হাফ সেঞ্চুরি পান তিনি। এর পাশাপাশি তিনি এখন পর্যন্ত ২টি সেঞ্চুরি করেছেন। আইপিএলে এটি রাহুলের ২৯তম ফিফটি। অধিনায়ক রাহুল ছাড়াও ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেন দীপক হুডা। ৩৪ বলে ৫২ রান করেন তিনি। শার্দূল ঠাকুরের বলে আউট হন দীপক। কেএল রাহুল ও দীপক দ্বিতীয় উইকেটে ৯৫ রানের জুটি গড়েন। এই আইপিএলে দীপকের তৃতীয় হাফ সেঞ্চুরি এটি। মাত্র ৩২ বলে তাঁর ফিফটি আসে। একইসঙ্গে এটি আইপিএল কেরিয়ারে তাঁর ষষ্ঠ ফিফটি।