করোনা আক্রান্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

Mysepik Webdesk: করোনা আক্রান্ত হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার প্রেসিডেন্ট অফিসের তরফে এক বিবৃতি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে যে, আগামী এক সপ্তাহ তিনি হোম আইসোলেশনে থাকবেন।
আরও পড়ুন: আফগানিস্তানে জঙ্গি হামলায় মৃত কাবুলের ডেপুটি গভর্নর
ফ্রান্সের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রেসিডেন্ট অফিসের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করে ইমানুয়েল ম্যাক্রোঁর করোনা আক্রান্তের খবর জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর শরীরে করোনার কিছু লক্ষণ দেখা যায়। তারপরই তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর জাতীয় স্বাস্থ্যবিধি মেনে তিনি হোম আইসোলেশনে গিয়েছেন। আগামী সাতদিন সেখান থেকেই নিজের সমস্ত কাজকর্ম চালাবেন।