Mysepik Webdesk: পেগাসাস কান্ড নিয়ে গত কয়েকদিন ধরেই তোলপাড় রাজ্য-রাজনীতি। সংসদে পেগাসাস কান্ড নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছে যে রাজনৈতিক দলটি, সেটি হল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রকে এই বিষয়ে আলোচনা করার জন্য একাধিকবার দাবি জানিয়েছে তৃণমূল সাংসদরা, করেছেন প্রতিবাদও। এবার পেগাসাস কান্ড নিয়ে অভিনব প্রতিবাদ জানালেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বৃহস্পতিবার দলীয় কর্মী ও তাঁর অনুগামীদের নিয়ে চোখে কালো কাপড় বেঁধে, কালো টি-শার্ট পরে ডানা লাগানো কালো ঘোড়ার পিঠে চড়লেন।
আরও পড়ুন: পার্ক হোটেলের পর এবার কোভিডবিধি ভাঙার অপরাধে শহরের হুক্কা বার থেকে গ্রেফতার ১০
এদিন তাঁকে তাঁর সেই পুরনো স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই দেখা গিয়েছিল। কখনও ঘোড়ার ওপর চেপে আবার কখনও বা ঘোড়ার পাশে হেঁটে তিনি পেগাসাস কাণ্ডের প্রতিবাদ জানালেন। ঘোড়ার গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে এদিন তিনি প্রায় ২ কিলোমিটার রাস্তা হাঁটলেন। তিনি তাঁর প্রতিবাদ কর্মসূচি পালন করার পাশাপাশি কেন্দ্রকে তুলোধোনাও করেন। তিনি বলেন, “করোনা ও পেগাসাসের বীজ ছড়াচ্ছে বিজেপি। কোনও পদক্ষেপ নিচ্ছে না কেন্দ্র। সত্য সামনে আসা দরকার। আর সেইজন্যই তদন্ত কমিটি গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”