Latest News

Popular Posts

নায়িকা বউয়ের শরীরে মুগ্ধ চাচা শ্বশুর

নায়িকা বউয়ের শরীরে মুগ্ধ চাচা শ্বশুর

একসময় তাঁরা বেশ ভালো বন্ধু ছিলেন। একসঙ্গে সিনেমাতেও অভিনয় করেছেন। কিন্তু সময়ের ফেরে তাঁদের সম্পর্কটা এখন এসে দাঁড়িয়েছে বউ-শ্বশুরের। যাদের নিয়ে এত কথা হছে তাঁরা হলেন অভিনেত্রী মালাইকা অরোরা ও অভিনেতা সঞ্জয় কাপুর। 

বর্তমানে ভাতিজা অর্জুন কাপুরের হবু স্ত্রী হচ্ছেন মালাইকা। সেইদিক থেকে তাঁদের সম্পর্কটা হচ্ছে চাচা শ্বশুর ও ভাতিজা বউয়ের। তাতে কি হয়েছে! তাঁরা দুজনে এখনো ভালো বন্ধু। 

মালাইকা তাঁর টুইটারে হ্যান্ডেলে #MondayMotivation ট্যাগ দিয়ে প্রতি সোমবার পোস্ট করেন। মালাইকা তাঁর প্রতিটি ভিডিওতেই শরীরকে তুলে ধরেন নানা ভঙ্গিমায়। সেইসব ভিডিও নেটিজেনদের মনে শিহরণ জাগায়। মালাইকা ভিডিও পোস্ট করলেই তা ভাইরাল হয়ে যায়।

এই সোমবারেও তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। সেটিও ভাইরাল হয়ে পড়েছে। সেই ভিডিয়তে দেখা যাছে অর্জুনের চাচা সঞ্জয় কাপুর মালাইকার যোগাসন দেখে মুগ্ধ হয়েছেন। তিনি তাঁর মুগ্ধতা প্রকাশ করলেন ‘বাহ’ মন্তব্য করে।

বন্ধু পরিচালক, কোরিগ্রাফার ফারহা খানও এই ভিডিও দেখে মালাইকাকে ‘কামিনী’ বলে সম্বোধন করেছেন।

টাটকা খবর বাংলায় পড়তে লগইন করুন www.mysepik.com-এ। পড়ুন, আপডেটেড খবর। প্রতিমুহূর্তে খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক করুন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *