সবুজ মনোকিনিতে গোয়ায় মালাইকা

Mysepik Webdesk: ক্রিসমাস উপলক্ষে অর্জুন কাপুরের সঙ্গে গোয়ায় পাড়ি দেন মালাইকা। গোয়াতে অর্জুন কাপুরের সঙ্গেই এবারের ক্রিসমাস কাটান মালাইকা। তবে শুধু অর্জুন-মালাইকা নয় তাদের সঙ্গে পাড়ি দেন অমৃতা অরোরাও। সেখান থেকেই একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অমৃতা। যার মধ্যে অন্যতম হল মালাইকার সবুজ মনোকিনির ছবি।
আরও পড়ুন: মা-হারা হলেন সুরের জাদুকর এ আর রহমান

সম্প্রতি অমৃতা অরোরা নিজের সোশ্যাল হ্যান্ডেলে অর্জুনের সঙ্গে মালাইকার একটি ছবি শেয়ার করেন। যেখানে মালাইকাকে জলের সামনে সবুজ রঙের মনোকিনিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সবুজ রঙের মনোকিনির সঙ্গে কমলা শ্রাগ পরে জলে নামতে শুরু করবেন সেই সময়েই ছবি তুলেন অর্জুন কাপুর। সেই ছবির সঙ্গে অমৃতা ক্যাপশনে লিখেছে, ‘সাইসাইন ডুয়ো’। বোনের পাশাপাশি মালাইকা নিজেও সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
আরও পড়ুন: অবশেষে বিয়ে করতে চলেছেন সালমান! ইঙ্গিতপূর্ণ পোস্ট বলিউড অভিনেত্রীর

এই ছবি ইন্টারনেট দুনিয়ায় প্রকাশে আসতেই ভক্তদের ভালোবাসা উপচে পড়তে দেখা গেছে। ৪৫-এ পড়েও, মালাইকা কীভাবে নিজেকে এত ‘ফিট অ্যান্ড ফাইন’ রেখেছেন, তা নিয়ে প্রশ্ন অব্যাহত অভিনেত্রীর ভক্তদের।