হাসপাতাল থেকে ছাড়া পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mysepik Webdesk: হাসপাতাল থেকে ছাড়া পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম থেকে ফেরার পথে তাঁর ওপর চার-পাঁচজন হামলা করেছিলেন বলে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁ-পায়ে আঘাত লাগার পর তাঁকে তড়িঘড়ি কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের বেডে শুয়ে দলীয় কর্মীদের শান্ত ও সংযত থাকার কথাও বলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল দুপুরে এসএসকেএম হাসপাতাল থেকে এক ভিডিয়ো বার্তার মাধ্যমে তিনি এ-কথা বলেছিলেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে, “নির্ধারিত সময় মেনেই চলবে যাবতীয় কর্মসূচি। দু-তিনদিন পরই ফিরব নিজের কর্মসূচিতে।”

আর এদিন মুখ্যমন্ত্রী বাড়ি ফেরার বিষয়ে ইচ্ছাপ্রকাশ করেন। তাঁর সেই ইচ্ছাকে মান্যতা দিয়েছেন চিকিৎসকরা। সেইমতোই এদিন সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তাঁকে মেনে চলতে হবে চিকিৎসকদের পরামর্শ।