Mysepik Webdesk: রাজ্য সরকার ও রাজ্যপালের সংঘাত নতুন কিছু নয়। সেই সংঘাত এমন গুরুতর পর্যায়ে পৌঁছে গিয়েছে যে রাজ্যপালের অপসারণ চেয়ে সংসদেও সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা। শুধু তাই নয়, খোদ রাষ্ট্রপতির কাছে রাজ্যপালের অপসারণের আবেদন জানিয়েছিলেন তৃণমূল বিধায়ক সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
আরও পড়ুন: ‘এই পথ যদি না শেষ হয়’… গান স্যালুটের মধ্যে দিয়ে শেষ হল সন্ধ্যা-তারার দীর্ঘ পথের
নবান্নে পাঠানো চিঠিতে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে চলতি সপ্তাহের মধ্যেই দেখা করতে বলেছেন। চিঠি দিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে তাঁর সঙ্গে দেখা করতে অনুরোধ করেছেন। ওই চিঠিতে তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, রাজ্য সরকারের সঙ্গে সব সমস্যার সমাধান করার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর খোলাখুলি আলোচনা করা প্রয়োজন। এমনকি মুখ্যমন্ত্রীকে তিনি তাঁর সময়মতো দেখা করারও অনুরোধ করেছেন। এই বিষয়ে একটি টুইটও করেছেন রাজ্যপাল। টুইট করে তিনি লিখেছেন, “মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী সপ্তাহে নিজের সুবিধা মতো যে কোনো সময় রাজভবনে আলোচনার জন্য অনুরোধ করা হয়েছে, কারণ সাংবিধানিক অচলাবস্থার পাশাপাশি অন্যান্য বিষয়গুলি আমরা এড়িয়ে যেতে পারি না যা আমরা ইতিমধ্যেই শপথ নিয়েছি।”
আরও পড়ুন: ‘গীতশ্রী’র শেষযাত্রায় পা মেলাল শহর
উল্লেখ্য, সম্প্রতি রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্য বিধানসভার অধিবেশন স্থগিত করে দেওয়ার কথা একটি টুইট করে জানিয়েছিলেন। তিনি টুইট উল্লেখ করেছিলেন যে ১২ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। পাশাপাশি অধিবেশন স্থগিত করে দেওয়ার জন্য ১৭৪-এর ২ ধারার তাঁর সেই অধিকার আছে বলেও জানান তিনি। এরপর থেকেই রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনার ঝড় বয়ে যায়। বাংলার পাশাপাশি ভিনরাজ্যের মুখ্যমন্ত্রীরাও সমালোচনা করেন পশ্চিমবঙ্গের রাজ্যপালের। বিশেষ করে দেশের অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরাই বিশেষ করে সরব হন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে সংঘাত মেটানোর বার্তা দিলেন রাজ্যপাল।