লড়বেন নন্দীগ্রাম থেকেই, ভোটের আগেই মাস্টারস্ট্রোক মমতার

Mysepik Webdesk: একেবারে দোরগোড়ায় ২০২১ বিধানসভা নির্বাচন। এ দিন নন্দীগ্রামে একটি জনসভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই জনসভায় বক্তৃতা রাখতে গিয়ে মাস্টারস্ট্রোক দিলেন তিনি। অনুষ্ঠানকিকভাবে তিনি নন্দীগ্রামে ভোটে দাঁড়াবেন বলে জানিয়ে দিলেন। আর এর ফলে তিনি নাম না করে শুভেন্দু অধিকারীকেই সরাসরি চ্যালেঞ্জ জানালেন।
আরও পড়ুন: ভোটের দিনক্ষণ ঘোষণা ফেব্রুয়ারিতেই, ইঙ্গিত নির্বাচন কমিশনের

এ দিন বক্তৃতা রাখতে গিয়ে তিনি বলেন, “আমি নন্দীগ্রামে দাঁড়ালে কেমন হয়? ভাবছিলাম। একটু ইচ্ছে হল। আমি হয়তো ইলেকশনের সময় টাইম দিতে পারব না। কারণ আমাকে ২৯৪ টি আসনেই লড়তে হবে। আপনারাই আসল কাজটা করবেন, বাকি কাজটা পরে করে দেব। এমন দল কোথাও দেখেছেন? ভালবাসার টানে নিজের আবগকে আমি ধরে রাখতে পারবনা।” তিনি আরও বলেন, “নন্দীগ্রাম থেকেই আমি দাঁড়াব। আপনাদের আমি বলে গেলাম। যেহেতু ২০১৬ বিধানসভা নির্বাচনের আগে এখান থেকেই নির্বাচনের ঘোষণা করেছিলাম, তাই আমার বিবেক আমাকে জাগ্রত করে বলল, ওরে নন্দীগ্রাম থেকে ঘোষণাটা কর।এটাই তোদের সবথেকে লাকি জায়গা।”