গুপ্তধনের লোভে নিজের ছেলে-সহ আরও তিনজন নাবালককে বলি দেওয়ার চেষ্টায় ধৃত এক ব্যক্তি

Mysepik Webdesk: কুসংস্কারের চরমতম নিদর্শন। এখনও পর্যন্ত যে মানুষের মন থেকে কুসংস্কার মুছে যায়নি, তাঁর জ্বলন্ত উদাহরণ দেখা গেল অসমের শিবসাগর জেলার ডেমোমুখ গ্রামে। গুপ্তধন পাওয়ার লোভে নিজের ছেলে-সহ চার নাবালককে বলি দেওয়ার চেষ্টা করে এক ব্যক্তি। তবে পুলিশের তৎপরতায় ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে ওই চার নাবালক। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে। আপাতত তাকে জেল ফেফাজতে রাখা হয়েছে।
আরও পড়ুন: ঘুরে দাঁড়াচ্ছে ভারতের অর্থনীতি, ফল প্রকাশ আন্তর্জাতিক সমীক্ষায়

শিবসাগরের পুলিশ সুপার অমিতাভ সিনহা জানান, অভিযুক্ত ওই ব্যক্তি গত কয়েকদিন ধরেই গুপ্তধনের সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজ চালাচ্ছিল। সেইসময় এক ওঝা ওই ব্যক্তিকে পরামর্শ দেয় নিজের ছেলে-সহ চার নাবালককে বলি দিলে সে গুপ্তধনের সন্ধান পাবে। সেইমতো ওই ব্যক্তি নিজের সন্তান ও দাদার তিন নাবালক ছেলেকে বলি দেওয়ার পরিকল্পনা করে। কিন্তু কোনও ভাবে পুলিশের কাছে সেই খবর পৌঁছে যায়। এরপরই গ্রামে হানা দিয়ে ওই চারজনকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। যদিও ওই ব্যক্তির বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও জোরালো প্রমান পাওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদ চলছে।