১০৯ বছরের পুরনো এক রেকর্ড স্পর্শ করল ম্যানচেস্টার ইউনাইটেড

Mysepik Webdesk: গতকাল ছিল এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ের ম্যাচ। ইংল্যান্ডের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে সেই লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ওয়েস্ট হ্যাম। পঞ্চম রাউন্ডের সেই ম্যাচে ৯৭তম মিনিটে স্কট ম্যাকটোমিনের একমাত্র গোলে জয়ী হয়েছে ম্যানইউ। এই জয়ের ফলে তারা একটা ১০৯ বছরের পুরনো এক রেকর্ডও স্পর্শ করেছে।
আরও পড়ুন: মারাদোনার মৃত্যু বিতর্কে নতুন সংযোজন কন্যার টুইট

১৯০৮ থেকে ১৯১২, এই সময়কালে একটানা ৯টি এফএ কাপের ম্যাচে জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের গড়া সেই রেকর্ডে ভাগ বসিয়েছে এই ব্রিটিশ অভিজাত ক্লাব। এই জয়ের পরে বলাই যায় যে, ঘরের মাঠে দুর্দান্ত গতিতে ছুটছে রেড ডেভিলদের জয়রথ।