Mysepik Webdesk: রাজ্য পুলিশের স্থায়ী ডিজি পদে এবার থেকে দেখা যাবে মনোজ মালব্যকে। এদিন তাঁকে নিয়োগ করা হয়েছে। আগামী ২ বছর তিনি এই দায়িত্ব সামলাবেন। এতদিন অস্থায়ীভাবে একই দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। এবার থেকে পূর্ণ দায়িত্বে আসীন হবেন মনোজবাবু।
আরও পড়ুন: কুলতলিতে ৬ দিনের মাথায় ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার
এদিন, মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনকরের সম্মতিতে নবান্ন থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়। এরপরই নিয়োগ করা হয় চলতি বছর ৩১ আগস্ট কার্যনির্বাহী ডিজি হিসাবে দায়িত্ব নেওয়া মনোজ মালব্যকে।