পাকিস্তানে ধ্বংসের মুখে বহু হিন্দু ধর্মস্থান, চাঞ্চল্যকর রিপোর্ট

Mysepik Webdesk: সংখ্যালঘুদের ওপর অত্যাচার পাকিস্তানের নতুন কোনো ঘটনা নয়। একাধিকবার এই ধরণের ঘটনা সংবাদপত্রের শিরোনামে উঠে এসেছে। সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্টে এরকমই একটি রিপোর্ট পেশ হয়েছে, আর ওই রিপোর্টে জানা গিয়েছে, গত কয়েকবছর ধরে পাকিস্তানে বহু হিন্দু ধর্মস্থানে আক্রমণের ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, এই ঘটনায় পাকিস্তানে বহু হিন্দু ধর্মস্থান আজ প্রায় ধ্বংসের মুখে। আর এই ঘটনায় আঙ্গুল উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির দিকে।
আরও পড়ুন: এক চিলতে ধর্মমাখা রোদ্দুর এবং অশীতিপর ওং পিং পং

ওই রিপোর্টে বলা হয়েছে, কট্টরবাদীদের হাত থেকে পাকিস্তানের সংখ্যালঘুদের ধর্মস্থানগুলি রক্ষা করার জন্য সেখানে একটি বোর্ড গঠন করা হয়েছে। ওই বোর্ডের কাজকর্ম খতিয়ে দেখতে এক সদস্যের কমিশন তৈরির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পাকিস্তানের একাধিক প্রদেশের মন্দির-উপাসনালয় ঘুরে দেখে সেই কমিশন রিপোর্ট দেয়, শুধুমাত্র নামেই গঠিত হয়েছে ওই বোর্ড। গত কয়েক বছরে সেই বোর্ড বিন্দুমাত্র তাদের দায়িত্ব পালন করেনি। অধিকাংশ প্রাচীন হিন্দু ধর্মস্থানই প্রায় নষ্ট হয়ে গিয়েছে। সেগুলিকে সারানোরও ব্যবস্থা করা হয়নি।