চিনকে পছন্দ করছে না বিশ্বের বহু মানুষ, ১৪ টি দেশজুড়ে সমীক্ষায় এল চাঞ্চল্যকর তথ্য

Mysepik Webdesk: চিনের প্রতিবেশী দেশের কথা ছেড়েই দিলাম, পৃথিবীর একাধিক উন্নতশীল দেশের মানুষ সম্প্রতি চিনের ওপর বিরূপ প্রতিক্রিয়া প্রদর্শন করছে। বিশেষ করে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে বসবাসকারী মানুষরা চিন সম্পর্কে যথেষ্ট নেতিবাচক ধারণা পোষণ করে। সেই ধারণা ইদানিং আরও কয়েকগুন বেড়ে গিয়েছে। সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের একটি সমীক্ষায় এরকমই একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে।
আরও পড়ুন: পদার্থবিজ্ঞান বিভাগে যৌথভাবে নোবেল পেলেন তিনজন, গবেষণা করেছেন ‘ব্ল্যাক হোল’ নিয়ে
পিউ রিসার্চ সেন্টার সম্প্রতি বিশ্বের ১৪টি দেশের মধ্যে একটি সমীক্ষা করেছে। ওই সমীক্ষাটি তাঁরা গত ১০ জুন থেকে ৩ অগাস্ট পর্যন্ত টেলিফোনের মাধ্যমে করেছে। ওই সমীক্ষায় দেখা গিয়েছে, অস্ট্রেলিয়ায় প্রায় ৮১ শতাংশ মানুষ চিনের প্রতি বিরূপ ধারণা পোষণ করেছে। অস্ট্রেলিয়া ছাড়াও ইংল্যান্ড, জার্মানি, আমেরিকা থেকেও চিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ আসছে। চিনকে পছন্দ না করার তালিকায় রয়েছে কানাডা, বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন, জাপান, দক্ষিণ কোরিয়াও। মূলত করোনাভাইরাস নিয়ে সকলেই চিনকে এখন শত্রুর চোখে দেখতে শুরু করেছে।