১৫ জুন লাদাখে ভারত-চিনের সংঘর্ষে শহীদ সন্তোষ বাবুকে দেওয়া হল মহাবীর চক্র সম্মান

Mysepik Webdesk: গত ১৫ জুন লাদাখ সীমান্তে ভারত-চিন সেনার সংঘর্ষে শহীদ ১৬ বিহার রেজিমেন্টের জওয়ান কর্নেল সন্তোষ বাবুকে দেওয়া হল মহাবীর চক্র সম্মান। গত ২৬ জানুয়ারী প্রজাতন্ত্র দিবসের দিন তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। সেনার উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন মেলার পরেই সন্তোষ বাবুর নাম দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মানের জন্য মনোনীত হয়।
আরও পড়ুন: কৃষকনেতাদের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি

১৫ জুন লাদাখ সীমান্তে ভারত-চিন সেনার সংঘর্ষের কথা দেশবাসী ভুলে যায়নি। দেশের মাটি রক্ষা করতে ভারতীয় সেনার মধ্যে ২০ জন সেনা শহীদ হয়েছিলেন। তাঁদের মধ্যেই ছিলেন কর্নেল সন্তোষ বাবু। তাঁর পাশাপাশি নায়েব সুবেদার নুদুরাম সোরেন (১৬ বিহার), হাবিলদার কে পালানি (৮১ ফিল্ড), হাবিলদার তেজিন্দর সিং (৩ মিডিয়াম), নায়েক দীপক সিং (১৬ বিহার) এবং সেপাই গুরতেজ সিং (৩ পঞ্জাব)কেও মরণোত্তর বীরচক্র সম্মানে সম্মানিত করা হয়েছে।