করোনার টিকাকরণ শেষ হলেই মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে: অমিত শাহ

Mysepik Webdesk: সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আর তার আগেই দিল্লি থেকে বিজেপির উচ্চস্তরের নেতা-নেত্রীরা পশ্চিমবঙ্গ সফর করছেন ভোট প্রচারের উদ্দেশ্যে। এদিন দিল্লি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গসফরে আসেন। ঠাকুরনগরের একটি জনসভায় তিনি বক্তৃতা রাখতে গিয়ে স্থানীয় মতুয়াদের উদ্দেশ্যে জানান, “করোনার টিকাকরণ শেষ হলেই CAA-র অধীনে মতুয়াদের নাগরিকত্ব দেবে ভারতীয় জনতা পার্টি।” তিনি আরও বলেন, “CAA নিয়ে ভুল বোঝানো হচ্ছে মুসলিমদের। এই আইনে কারও নাগরিকত্ব যাবে না।”
আরও পড়ুন: রাত পোহালেই খুলছে বিদ্যালয়! চলছে চূড়ান্তকালীন প্রস্তুতি

তিনি বলেন, “২০১৮ সালে আমরা কথা দিয়েছিলাম, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার এলে আমরা নাগরিকত্ব আইন সংশোধন করবো। যার ফলে মতুয়ারা নাগরিকত্ব পাবেন। তার পর ২০১৯-এ মতুয়ারা আমাদের ঝুলি পদ্মফুলে ভরে দিয়েছেন। মোদী সরকার তৈরি হওয়ার পর আমরা এক মুহূর্ত দেরি করিনি। ২০২০ সালেই আমরা নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করিয়েছি।”