Mysepik Webdesk: ইউক্রেনে রুশ হামলার আজ চতুর্দশ দিন। যুদ্ধ আবহে পশ্চিমা দেশগুলো রাশিয়ায় উপর নিষেধাজ্ঞা চাপিয়ে চলেছে। এদিনও তাঁর ব্যতিক্রম হয়নি। এখন তালিকাট যুক্ত হয়েছে ম্যাক ডোনাল্ড, কোকা কোলা, পেপসি এবং স্টারবাকসের নামও। ম্যাক ডোনাল্ড, 7 আপ এবং স্টারবাকস রাশিয়ায় তাদের সমস্ত ক্যাফে বন্ধ করার ঘোষণা করেছে। পেপসিকো রাশিয়ায় পেপসি-কোলা এবং অন্যান্য গ্লোবাল বেভারেজ ব্র্যান্ডের উৎপাদন ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। এর ফলে যে অনেকের জীবিকা-সংস্থান ধাক্কা খাবে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন উদ্ধার হয়ে ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পাকিস্তানি ছাত্রীর

মার্কিন বহুজাতিক সংস্থা কোকা-কোলা কোম্পানি মঙ্গলবার জানিয়েছে যে, তারা রাশিয়ায় তাদের পণ্য বিক্রি নিষিদ্ধ করছে। কোকা-কোলা বলেছে, রাশিয়া এবং ইউক্রেনে কোম্পানির ব্যবসা ২০২১ সালে কোম্পানির আয়ের ১ থেকে ২ শতাংশ পর্যন্ত অবদান রেখেছে। আরেক মার্কিন বহুজাতিক সংস্থা ম্যাকডোনাল্ড জানিয়েছে, ইউক্রেনের মানুষের এমন মানবিক যন্ত্রণাকে উপেক্ষা করতে পারি না আমরা। রাশিয়ায় ৮৪৭টি রেস্তরাঁ সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। চারটি কোম্পানিরই রাশিয়ায় বড় আকারের কার্যক্রম রয়েছে। রাশিয়ায় ৬০ বছরেরও বেশি সময় ধরে পণ্য বিক্রি করে পেপসি। রাশিয়ায় তাদের পণ্যের চালান সহ সমস্ত ব্যবসায়িক কার্যকলাপ স্থগিত করা হয়েছে তাদের তরফে। যদিও তারা জানিয়েছে, দুগ্ধজাত দ্রব্য, পেপসিকো দুধ-সহ শিশুখাদ্য এবং ফর্মুলামিল্ক বিক্রি চালিয়ে যাবে।