Mysepik Webdesk: বুধবারই বাড়ল তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২, যা মঙ্গলবারের থেকে ২ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রেও তাপমাত্রার পারদ একটু বাড়বে। সকালে কলকাতায় কুয়াশা বেলা বাড়লে পরিষ্কার হবে আকাশ। আগামী দুদিন তাপমাত্রার পারদ এরকমই থাকবে বড়দিনে বা পঁচিশে ডিসেম্বরে তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন: প্রয়াত হলেন কবি শরৎকুমার মুখোপাধ্যায়
আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ি আগামী ২৪ ঘণ্টাতেও জাঁকিয়ে শীত থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝা। তাতেই বাড়বে তাপমাত্রা। বড়দিন থেকে বর্ষবরণের মাঝে শীত কার্যত উধাও হবে। আরও ২৪ ঘণ্টা জাঁকিয়ে শীত। তারপর বাড়বে তাপমাত্রা। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।