Mysepik Webdesk: বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং বলিভিয়া। ম্যাচটিতে পরিষ্কার ৩-০ গোলে বলিভিয়াকে হারিয়ে গিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তিনটি গোলই করেছেন ফুটবলের রাজপুত্র। ম্যাচের ১৪, ৬৪ এবং ৮৮ মিনিটে গোল করে হ্যাটট্রিক সম্পন্ন করে রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন মেসি। লাতিন আমেরিকার ফুটবলে মেসি এখন সর্বোচ্চ গোলদাতা তিনিই। মেসি ভেঙে দিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলের রেকর্ড।
আরও পড়ুন: ‘রিমুভ এটিকে’: মোহনবাগান সদস্য ও সমর্থকদের জোরালো দাবি প্রেস ক্লাবে
এই রেকর্ড গড়ার পর আবেগপ্রবণ হয়ে পড়েছেন মেসি। চোখে খুশির আশু দেখা গিয়েছে ৩৪ বছর বয়সি এই ফুটবলারের। তাঁর মনে পড়েছে পরিবারের কথা, নিজের মায়ের কথা। তাঁদের অনেক বলিদানের পরেই মেসি এই জায়গায় পৌঁছাতে পেরেছেন। মেসি বলেছেন, “এই রেকর্ডটা সেলিব্রেশন করতে পারছি মনুমেন্তালে। এর চেয়ে ভালো কিছু হতে পারে না। গ্যালারিতে আমার মা এবং ভাই রয়েছেন। আমার জন্য অনেক কষ্ট করেছেন তাঁরা। আজ আমার জন্য উল্লাস করছেন তাঁরা। আজ আমি খুব খুশি।” তিনি আরও বলেন, “এমন মুহূর্ত আমি উপভোগ করতে চেয়েছি। আমি সব সময় এই রেকর্ডটা অর্জন করতে চেয়েছিলাম। রেকর্ড ভাঙার স্বপ্নও দেখেছিলাম। অবশেষে অনেক অপেক্ষার পর রেকর্ডটা আমার নামে হয়েছে। অসাধারণ মুহূর্ত এটি।”