মেসি-গ্রিজম্যানের জোড়া ফলায় বিলবাওকে হারল বার্সেলোনা

Mysepik Webdesk: রবিবার ভারতীয় সময় গভীর রাতে ক্যাম্প ন্যু-তে ছিল বার্সেলোনা বনাম অ্যাথলিক বিলবাওয়ের খেলা। লা লিগার সেই ম্যাচে বিলবাওকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে এফসি বার্সেলোনা। এই জয়ের পরে ২০ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে এখন দু’নম্বরে লিও মেসিরা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ গোল পার্থক্যে পিছিয়ে বাসার সঙ্গে সমসংখ্যক পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ১০ পয়েন্টে এগিয়ে থেকে ৫০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
আরও পড়ুন: পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় সবুজ মেরুনের
২০ মিনিটে বার্সেলোনা গোলের খাতা খোলে। অনবদ্য ঠিকানা লেখা এক ফ্রি-কিক থেকে গোল করেন এলএম-১০। দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচে ফিরে আসে বিলবাও। ম্যাচের ৪৯ মিনিটে সমতায় ফিরে আসে তারা। গার্সিয়ার শট আলবার গায়ে লেগে নিজের জালে বল জড়িয়ে যায়। স্কোরলাইন হয় ১-১। তবে জয়সূচক গোলের জন্য মেসিদের অপেক্ষা করতে হয় ৭৪ মিনিট পর্যন্ত। জয়সূচক গোলটি করেন গ্রিজম্যান। অস্কার মিনগুয়েজার ক্রস থেকে থেকে কাতালানদের মূল্যবান ৩ পয়েন্টে এনে দেন তিনি।
