‘হ্যান্ড অফ গডে’র মৃত্যুতে শোকাহত মেসি-রোনাল্ডো

Mysepik Webdesk: কিংবদন্তি মারাদোনার মৃত্যুতে গোটা ফুটবলবিশ্ব শোকাহত। তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি এই কিংবদন্তি ফুটবলারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। লিওনেল মেসি তাঁর ইনস্টাগ্রামে দিয়েগো মারাদোনার সঙ্গে একটি ফোটো শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “সমস্ত আর্জেন্টিনা ও ফুটবলের জন্য অত্যন্ত দুঃখের দিন। তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। কিন্তু তিনি চলে যাননি, কারণ দিয়েগো অমর। আমি তাঁর সঙ্গে কাটানো সমস্ত ভালো মুহূর্তগুলি মনে রাখব। তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি সহানুভূতি। তাঁর আত্মা শান্তিতে থাকুক।”
আরও পড়ুন: গোয়ায় বসতে চলেছে মারাদোনার ৩৫০ কেজি ওজনের মূর্তি

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, দিয়েগো মারাদোনার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে লিখেছেন যে, তিনি বেশ তাড়াতাড়ি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। রোনাল্ডো মারাদোনার সঙ্গে তোলা একটি ছবি তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছেন, “আজ আমি আমার এক বন্ধুকে এবং এই পৃথিবী তার এক জিনিয়াসকে বিদায় জানিয়েছে। এখন পর্যন্ত সেরা, জাদুকরের সঙ্গে কোনও তুলনা নেই। খুব তাড়াতাড়ি চলে গেলেন। তবে এমন একটি উত্তরাধিকার রেখে গেলেন, যার কোনও সীমানা নেই। এমন একটা শূন্যস্থান তৈরি হল, যা কখনোই পূরণ করা যায় না। শান্তিতে থাকুন, আপনাকে কখনও ভোলা যায় না।”
