আজ থেকে সংখ্যায় বাড়ছে মেট্রো, পুরুষ যাত্রীদের ই-পাস উঠে যাচ্ছে আগামী রবিবার থেকে

Mysepik Webdesk: কলকাতায় আজ থেকে সংখ্যায় বাড়ছে মেট্রো। ট্রেনের সংখ্যা বেড়ে ২০৪-এর জায়গায় ২১৬টি করা হয়েছে। এর ফলে আজ থেকে প্রতি সাত মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে। তবে আরও একটি খবর হল, ই-পাস ছাড়াই দিনভর পুরুষ যাত্রীরা আগামী রবিবার থেকে যাতায়াত করতে পারবেন। একথা মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: গত ১০ বছরের রিপোর্ট কার্ড প্রকাশ করল তৃণমূল

যদিও ক’টা থেকে ক’টা পর্যন্ত মেট্রো চলবে, সে বিষয়ে কোনও পরিবর্তন হয়নি। মেট্রো পরিষেবা চালু থাকবে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত। পুরুষ যাত্রীদের ক্ষেত্রে সকাল ৭টা থেকে সাড়ে ৮টা এবং রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত লাগবে না ই-পাস।