চলবে মেট্রোর কাজ, ৫ দিন বন্ধ শিয়ালদহের বিদ্যাপতি সেতু

Mysepik Webdesk: আগামী শুক্রবার থেকে মঙ্গলবার, এই পাঁচ দিন বন্ধ রাখা হবে শিয়ালদার বিদ্যাপতি সেতু। ওই দিনগুলিতে শিয়ালদহ ফ্লাইওভার দিয়ে কোনও যান চলাচল করবে না। মেট্রো টানেলের কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই রুটে যে সব বাস চলাচল করে, সেই সব বাসগুলিকে রাজাবাজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। বউবাজার বিপর্যয়ের কথা মাথায় রেখে এবার আগে থেকেই সাবধান মেট্রোর ইঞ্জিনিয়াররা। সেই কারণেই যান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: স্বাস্থ্যসাথীর কার্ডের লাইনে দিলীপ ঘোষের পরিবার!
ধর্মতলার দিক থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো সুড়ঙ্গ খোঁড়ার কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এবার শিয়ালদা থেকে ধর্মতলার দিকে সুড়ঙ্গ খুড়তে শুরু করেছে উর্বী নামের মেশিনটি। বউবাজারে যেখানে টানেল বোরিং মেশিন চণ্ডী বর্তমানে আটকে রয়েছে, সেই পর্যন্তই সুড়ঙ্গ খোঁড়া হবে। এবার সেখান থেকে দু’টি মাচিনেকেই তুলে নেওয়া হবে।