প্রজাতন্ত্র দিবসের দিন রাজ্যের একাধিক রেল স্টেশনে জঙ্গি হামলার ছক, জারি সতর্কতা

Mysepik Webdesk: কাল বাদে পরশু ভারতের প্রজাতন্ত্র দিবস। ওই দিন ভারতের একাধিক রেল স্টেশনে হামলার ছক করেছে বাংলাদেশি জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদ্দিন। এই মর্মে রাজ্য সরকারকে সতর্ক করেছে গোয়েন্দা বিভাগ। সেই কারণেই রাজ্যের পাঁচ স্টেশনে ইতিমধ্যেই জারি করা হয়েছে হাই অ্যালার্ট। জঙ্গিপুর, নিউ ফরাক্কা, মালদা, সাহেবগঞ্জ, জামালপুর স্টেশনে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। শুধু তাই নয়, ওই স্টেশনগুলি ছাড়াও বাড়তি পুলিশবাহিনী রাখা হয়েছে জিয়াগঞ্জ এবং আজিমগঞ্জ স্টেশনেও।
আরও পড়ুন: তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়
এ দিন দফায় দফায় ওই স্টেশন চত্বরে নাকা চেকিং করা হয়। পুলিশের পাশাপাশি রেললাইনে নেমে চেকিং চালান জিআরপি এবং আরপিএফের জওয়ানরাও। রিজার্ভেশন ছাড়া কাউকেই আর স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্টেশন খালি করে চালানো হয়েছে তল্লাশি। এদিকে বরের বেলাতেই নিউ ফারাক্কা স্টেশনে পৌঁছে গিয়েছে ক্রাইম ব্রাঞ্চের একটি দল। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদেরও ব্যাগ চেক করছে পুলিশ। সবমিলিয়ে আগের চেয়ে আরও অনেক বেশি আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।