পাক-সেনার ওপর জঙ্গি হামলা, মৃত সাত জওয়ান

Mysepik Webdesk: পাক-সীমান্তে ভারতীয় সেনার ওপর পাক-সেনার হামলার ঘটনা প্রায়ই খবরের শিরোনামে উঠে আসে। কিন্তু এবার পাক-সেনার ওপরেই হামলার ঘটনা ঘটেছে পাকিস্তানের বালুচিস্তানের হারনাই জেলায়। পাকিস্তানের ওই এলাকায় সশস্ত্র দুষ্কৃতী বাহিনীর হামলায় অন্তত সাত পাক-জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় পাক-সেনাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ না করলে চরম মূল্য চোকাতে হবে, ইমরান খানকে হুমকি আফগানিস্তানের

জানা গিয়েছে, বালুচিস্তানের হারনাই জেলার চেকপোস্টে কর্তব্যরত ছিল পাক জওয়ানরা। আচমকাই তাদের ওপর হামলা করে কয়েকজন দুষ্কৃতী। এই ঘটার পর পাকিস্তানের সেনাবাহিনী সূত্রে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে। বালুচিস্তানের হারনই জেলার একটি চেকপোস্টে প্যারামিলিটারি ফোর্সের উপর হামলা চালায় একদল বন্দুকবাজ। এলোপাথাড়ি গুলি ছোড়ার ফলে ঘটনাস্থলেই সাতজন পাকিস্তানী সেনা নিহত হন। আরও কয়েকজন মারাত্মকভাবে আহত হন। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী সংগঠন এই ঘটনায় দায় স্বীকার করে নি।