Mysepik Webdesk: ভালো আছেন করোনা আক্রান্ত মিলখা সিং। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। তাঁর স্ত্রী নির্মল কৌরেরও স্বাস্থ্যের অবস্থার উন্নতি হচ্ছে। শীঘ্রই তাঁরা বাড়ি ফিরবেন বলে আশা করছেন ছেলে জিভ মিলখা সিং। গত ২০ মে ‘ফ্লাইং শিখ’ মিলখা সিংয়ের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
আরও পড়ুন: শচীন-কন্যা সারার সঙ্গে সম্পর্ক? উত্তর দিলেন শুভমন গিল

প্রথমে তিনি বাড়িতে থাকলেও গত সোমবার রক্তে অক্সিজেনের মাত্রা কমতে থাকায় মোহালির হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। এরপর তাঁর স্ত্রীও কোভিড পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হন। এখন দু’জনের অবস্থাই স্থিতিশীল। আগের তুলনায় খিদেও বেড়েছে মিলখার। দু’জনেই অক্সিজেন সাপোর্টে একই কেবিনে রয়েছেন বলে জানা গিয়েছে।